
সোনারপুর, ৩ এপ্রিল: আজ সোনারপুরের (Sonarpur) সভায় আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের বারাণসীর আসন থেকে লড়ার প্রসঙ্গে তাঁকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন,'আমার কাশীর মানুষের মন অনেক বড়, আপনি ওখানে আসলে আপনাকে বহিরাগত বলবে না। ওখানে তিলক কাটা, ঝুটি বাঁধা লোক পাবেন। কেউ জয় শ্রী রাম বলবে, কেউ হর হর মহাদেব বলবে। আপনি কি করবেন তখন?'
'দিদি এত কীসের রাগ? ছাপ্পা দিতে পারছেন না বলে রাগ? তাই নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন? দিদি বাংলায় হার মেনে নিয়েছেন। তাই বাংলার বাইরে জায়গা খুঁজছেন। তৃণমূলের গুন্ডাদের সামলান। নন্দীগ্রামে মমতার লড়া ভুল সিদ্ধান্ত। তৃণমূল আম্ফানের টাকা লুঠ করেছেন,' বলে আবারও দাবি করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন, ডাবল ইঞ্জিন সরকার নয়, ডাবল বেনিফিট সরকার তৈরি হবে বাংলায়: নরেন্দ্র মোদি
People of Varanasi are as kind-hearted as people of Bengal. But you (Mamata Banerjee) will meet so many people with vermillion & 'choti'. 'Jai Shri Ram' slogan irritates you, but you will have to hear 'Har Har Mahadev' every 2 minutes. What will you do then?: PM Narendra Modi pic.twitter.com/ivfslPK7BY
— ANI (@ANI) April 3, 2021
ফের কাটমানি এবং আয়ুষ্মান ভারতের টাকা গ্রহণ না করা নিয়ে মমতার সরকারকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মেট্রো প্রজেক্ট, একাধিক করিডরের প্রতিশ্রুতি দেন তিনি। ২ মে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পর এই কাজ আরও তাড়াতাড়ি এগোবে বলে দাবি করেন তিনি। পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পীদের, বাংলার সংস্কৃতির সংরক্ষণের জন্য বিজেপি সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।
আজ হুগলির হরিপালে প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিপাল থেকে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে বাংলায় ডাবল বেনিফিট সরকার গড়ার কথা বলেন নরেন্দ্র মোদি। সভা থেকে মমতার বিরুদ্ধে তিনি সুর চড়িয়ে বলেন, টাকা নিয়ে সভায় যান অভিযোগ তুলে আমি আমার, বিজেপির নয়, বাংলার মানুষের অসম্মান-অপমান করেছেন। বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথমেই কৃষক-স্বার্থে পদক্ষেপ নেবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষাণ সম্মান নিধি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের সময় আমি আসব, বলে জানান।