Mamata Banerjee: 'যারা ধর্ম ও জাতের ভিত্তিতে ভাগ করতে চাইছে, তাদের বিরুদ্ধে একজোট হোন', আন্তর্জাতিক মানব সংহতি দিবসে বার্তা মমতা ব্যানার্জির
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo Credits: PTI)

কলকাতা, ২০ ডিসেম্বর: যারা ধর্মের ভিত্তিতে আমাদের বিভাজন আনতে চাইছে, তাদের বিরুদ্ধে একজোট হোন। আন্তর্জাতিক মানব সংহতি দিবসে (International Human Solidarity Day) বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। নাম না করলেও তাঁর এই টুইট বার্তায় কেন্দ্রীয় সরকারের আনা নাগরিকত্ব আইনের বিরোধিতায় আবারও তিনি সুর চড়ালেন। শুক্রবার টুইটারে (Twitter) মমতা ব্যানার্জি লিখেছেন, "আন্তর্জাতিক মানবতা সংহতি দিবসে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উদযাপন করুন। এটা আমাদের শক্তি। যাঁরা ধর্ম, জাতের ভিত্তিতে আমাদের বিভাজন করতে চাইছে, তাদের পরাজিত করতে একজোট হয়ে কাজ করুন।"

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং NRC নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই গতকাল এনিয়ে নতুন দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি বলেন, কোনও নিরপেক্ষ প্রতিষ্ঠানের গঠন করা কমিটি দেখুক কতজন CAA-র পক্ষে আর কতজন বিপক্ষে। কলকাতার রানি রাসমণি রোডের জনসভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "রাষ্ট্রসংঘ (United Nations) ও জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) মতো কোনও নিরপেক্ষ প্রতিষ্ঠান কমিটি গঠন করুক। তারা দেখুক কত নাগরিক এর পক্ষে আর বিপক্ষে।" ১০ দিন ব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বৃহস্পতিবার রানি রাসমণি রোডে সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, "উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান থেকে কেরালা, তামিলনাড়ু, অসমের সবাই নাগরিক। হঠাৎ করে তাহলে BJP-র মাদুলি পরে প্রমাণ করতে হবে যে নাগরিক কি না।" রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবিত ও মৃত' থেকে লাইন উদ্ধৃত করে তিনি বলেন, "এ তো ওই কাদম্বরীর মতো, মরে প্রমাণ করতে হবে যে সে মরেনি।" আরও পড়ুন: Jagdeep Dhankhar: "দেশের গণতান্ত্রিক বাতাবরণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল", মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ফের টুইট রাজ্যপাল জগদীপ ধনখরের

তিনি রাজ্যবাসীকে রাজ্যের সব জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, "কেন্দ্রীয় সরকারের আনা বিতর্কিত আইন বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখতে হবে।" মমতা ব্যানার্জি বলেন, "স্বাধীনতার ৭৩ বছর পরে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় নাগরিক। সেই সময় বিজেপির মাথা এবং লেজ ছিল কোথায় ছিল? বিজেপি দেশ ভাগ করছে। আপনারা প্রতিবাদ থামিয়ে দেবেন না। কারণ আমাদের CAA বাতিল করতে হবে।" মমতা বলেন, "সারাদেশের সবাইকে বলছি। সবাই রাস্তায় নামুন। কখনও রাস্তায় নামতে হয়। ভুলে যান রাজনৈতিক দলের নাম কী, ভুলে যান সম্প্রদায়ের নাম কী, সকলে একত্রিত হয়ে নামুন।"

তবে শুধু টানা প্রতিবাদ কর্মসূচিই নয়, CAA-এর প্রতিবাদে টুইটার প্রোফাইল পিকচারও পালটে দিয়েছেন মমতা। নয়া ছবিতে #Citizen লেখার পাশাপাশি রয়েছে 'United India'-র বার্তাও