Karmo Bhumi Web Portal for IT Professionals: রাজ্য সরকারের উদ্যোগে আইটি পেশাদারদের জন্য চালু হল 'কর্মভূমি' ওয়েব পোর্টাল, টুইট মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo Source: ANI/Twitter)

কলকতা, ৯ জুন: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আইটি পেশাদারদের (IT Professionals) জন্য 'কর্মভূমি' (Karmo Bhumi) ওয়েব পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।COVID-19 এর পর যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা নতুন করে চাকরি খুঁজছেন, তাদের কাজের সন্ধান দেবে এই 'কর্মভূমি' ওয়েবসাইটে। যেকোনও সময় নুতন কাজের আপডেট পেতে এটি সাহায্য করবে। তবে এটি শুধু মাত্র আইটি কর্মীদের জন্যই। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্যেই কাজের সুযোগ পাওয়া যাবে।

আজ মুখ্যমন্ত্রী টুইট করে 'কর্মভূমি' ওয়েব পোর্টালের কথা জানান। তাতে তিনি লিখেছেন,"পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমরা আইটি পেশাদারদের জন্য ওয়েব পোর্টাল কর্ম ভূমি চালু করেছি এবং COVID 19 এর পর যারা চাকরি খুঁজছে বা পরিবর্তন চাইছে, তারা এর মাধ্যমে এখন বাংলার আইটি সংস্থাগুলির সঙ্গে সংযুক্ত হন।" সকলকে শুভেচ্ছাও জানান তিনি। আরও পড়ুন, ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্বস্ত বাংলার উদ্ধারকাজে গিয়ে আক্রান্ত ৫০ জন NDRF কর্মী

বিস্তারিত তথ্য http://karmabhumi.nltr.org থেকে জানা যাবে। এখানে একটি ফর্ম আসবে। সেটি পূরণ করার পরই চাকরির সন্ধান মিলবে। তবে এটি অবশ্যই আইটি এবং আইটিই পেশাদারদের জন্য। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকেই। বিশেষ করে আইটির বাজার চাঙ্গা করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। এর ফলে উপকারিত হবেন অনেক প্রার্থীই। চাকরি সন্ধানের ব্যাপক সুযোগ করে দেবে এই ওয়েব পোর্টালটি।