Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে নোটিস আয়কর দফতরের, মিলল হিসাববহিৰ্ভূত সম্পত্তির হদিশ
অনুব্রত মণ্ডল(Photo Credit: Facebook)

বোলপুর, ২৩ এপ্রিল: 'বেহিসেবি' সম্পত্তির হদিশ মেলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নোটিস আয়কর দফতরের (Income Tax Department)। শুধু তিনিই নন, তাঁর পরিবারের ৪ জনকেও পাঠানো হয়েছে নোটিস। আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাঁর হিসাববহিৰ্ভূত সম্পত্তি রয়েছে বলে আয়কর দফতরের দাবি। ১ সপ্তাহের মধ্যে ওই নোটিসের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের ৪ আত্মীয়কে।