Howrah Fire:হাওড়ার জগন্নাথ ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের গোডাউনে বিধ্বংসী আগুন। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিধ্বংসী আগুনে ভেঙে পড়েছে গোডাউনের একটি অংশ( Photo Credit-ANI)

হাওড়া, ৮জুন, ২০১৯:‌ হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের(Jagannath Ghat) গোডাউনে বিধ্বংসী আগুন(Fire)। দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শুক্রবার গভীর রাতে ওই রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাশের ঝুপড়ি থেকেই ওই গোডাউনে আগুন ছড়িয়েছে। ইনল্যান্ড ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানি ওই গোডাউনটি ভাড়া নিয়েছিল।

প্রত্যদর্শীরা জানিয়েছেন ভোর রাত তিনটে নাগাদ গোডাউনে আগুন দেখতে পান তাঁরা। প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আরও পড়ুন সারদা কাণ্ডে অভিযুক্ত রাজীব কুমারকে ফের জেরা সিবিআইয়ে-র, কী তথ্য উঠে এল?

ভোরই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। রয়েছেন দমকলের ডিজি জগমোহন। আগুনের তাপে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। ভবনের নীচেরতলায় একটি নামী বহুজাতিক কোম্পানির গোডাউন রয়েছে। শতাব্দী প্রাচীন বাড়িটিতে জলের কোনও রিজার্ভার নেই বলে জানিয়েছেন দমকলকর্মীরা। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

দীর্ঘ সময় কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণো আনা সম্ভব হয়নি। গোডাউনের অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে গোডাউনের একটি অংশ।