Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ২১৬ জন, মৃত্যু ৩৫ জনের
করোনাভাইরাস(Photo Credits: PTI)

কলকাতা, ২৪ জুলাই: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৬ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৫৩ হাজার ৯৭৩। রাজ্য মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ হাজার ২৯০ জন। রাজ্য মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫২৯ জন। আজ সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। রাজ্যে সুস্থতার হার ৬২.১২ শতাংশ। আজ স্বাস্থ্য ও পরিবার কল্য়াম দপ্তরের বুলেটিনে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে।

আক্রান্ত হলেন দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসনিক প্রধান পাঁচু রায়। গাড়ির ড্রাইভার আক্রান্ত হওয়ায় গতকাল তিনি পরীক্ষা করান। আজ রিপোর্ট পজিটিভ আসে। এদিকে এনআরএস হাসপাতালে একদিনে আক্রান্ত ৩৯ জন। আক্রান্ত হয়েছেন ৯ চিকিৎসক, ৭ নার্স ও ৬ স্বাস্থ্যকর্মী। করোনা পজিটিভ ১৭ জন রোগীও। গত চার দিনে এনআরএস হাসপাতালে মোট করোনা আক্রান্ত ১৩৬ জন। আরও পড়ুন: Kolkata: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর

করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম অভিজ্ঞান মুখার্জি (Abhigyan Mukherjee)। তিনি ট্র্যাফিক পুলিশে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। আজ সকালে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কলকাতা পুলিশ।