COVID 19: জটিল করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলুন, কেন্দ্রকে তোপ অধীরের
অদীর চৌধুরী, নরেন্দ্র মোদী, ছবি ট্যুইটার

কলকাতা, ১৫ মে: কোভিড (COVID 19) পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে গোটা দেশ জুড়ে। ক্রমশ তা হাতের বাইরে চলে যাচ্ছে। তা সত্ত্বেওপরিস্থিতি নিয়ে তেমন কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। মানুষের সামনে নিজের ভাবমূর্তি বজায় রাখতে এখনও ব্যস্ত নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt)। লকডাউন ছাড়া আর কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে, সে বিষয়ে সরকার কোনও উচ্চবাচ্য করছে না। করোনা (Corona) পরিস্থিতি নিয়ে এবার এভাবেই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তোপ দাগলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

কংগ্রেস (Congress) নেতা বলেন, কোভিড পরিস্থিতি নিয়ে এখনই গোটা দেশের সামনে প্রধানমন্ত্রী মোদীর জাতির উদ্দেশ্যে কিছু বলা উচিত। জটিল করোনা পরিস্থিতির সঙ্গে দেশের মানুষ কীভাবে লড়াই করবেন, সে বিষয়ে তাঁদের পথ নির্দেশ সরকারেরই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন অধীর চৌধুরী।

আরও পড়ুন: Arvind Kejriwal: অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক দিল্লিতে, বড় পদক্ষেপ কেজরির

এদিকে করোনা মোকাবিলা করতে পশ্চিমবঙ্গে আগামী ২ সপ্তাহ লকডাউন (Lockdown) ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের তরফে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে লকডাউন নিয়ে পরবর্তী নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।