Rahul Gandhi Writes to PM Narendra Modi: করোনা পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারকে দুষে কড়া চিঠি রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি- রাহুল গান্ধী (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ৭ মে: করোনা  (COVID-19) পরিস্থিতি নিয়ে বেসামাল দেশ। শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) দেশের এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লেখেন। সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে দুষে লেখেন, ‘কোভিড সুনামির তাণ্ডবলীলায় আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি।' মোদিকে কটাক্ষ করে আরও লেখেন, ‘কোভিড পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা দেশকে ফের লকডাউনের পথে ঠেলে দিচ্ছে।'

করোনা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে টিকাকরণের সংখ্যা বাড়ানো হোক বলেও মন্তব্য করেন। এছাড়াও, যাঁরা অর্থ ব্যয় করে টিকা কিনতে অসামর্থ্য তাদের সাহায্যের দায়িত্ব নেওয়ার আর্জিও জানিয়েছেন রাহুল গান্ধী। বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশে ভাইরাসের প্রজাতি কোন দিকে পরিবর্তন করছে সে দিকে নজর রাখার কথা তিনি বলেন। নতুন প্রজাতির উপর ভাইরাসের কর্মক্ষমতা কতটা, তা বিচার করা হোক বলেও পরামর্শ দেন। আরও পড়ুন, করোনার করাল গ্রাস, রাজধানী, শতাব্দী, দূরন্ত চালানো বন্ধ করছে রেল

পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কিছু দায়িত্ব, কর্তব্যের কথা চিঠিতে উল্লেখ করেছেন। পাশাপাশি, কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার যথাযোগ্য ব্যবস্থা নেয়নি বলেও কটাক্ষ করেন। সেই চিঠির সঙ্গেই জুড়ে দেন মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ।

দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ভ্যাকসিন সংকট এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেড, অক্সিজেন, ওষুধের সংকট সে তো রয়েইছে। এইমুহূর্তে যদি রাশ টেনে না ধরা হয় তবে করোনার তৃতীয় ওয়েভকে আটকানো রীতিমতো বেসামাল হয়ে যাবে বলে মত সমস্ত বিশেষজ্ঞ মহলের।