COVID-19: 'কোভিড বিধি মানতে কড়া নির্দেশিকা জারি করা হোক', রাজ্যের মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের
করোনা

কলকাতা, ২৪ এপ্রিল: আজ রাজ্যের মুখ্যসচিব, ডিজি, কলকাতার সিপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (CEO Sushil Chandra)। রাজ্যের কোভিড (COVID19) পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। ‘কোভিড বিধি মানতে কড়া নির্দেশিকা জারি করুন’, মুখ্যসচিব, ডিজি, কলকাতার সিপিকে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। বিপর্যয় মোকাবিলা আইনে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির মধ্যেই রাজ্যে চলছে নির্বাচন। গত ২২ এপ্রিল রাজ্যে সমস্ত রোড শো (Road Show), র‍্যালিতে (Rally) নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন (Election Commission)। বাইক, সাইকেল র‍্যালিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সামাজিক দূরত্ব মেনে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে বলে জানায়। তবে এরপরও বড় জমায়েত হওয়ার ছবি দেখা গিয়েছে। আরও পড়ুন, বাড়িতে করোনারোগীর মৃত্যুতে সার্টিফিকেট দেবেন ব্যক্তিগত চিকিৎসক, রাজ্যের নতুন গাইডলাইন

ইতিমধ্যে রাজ্যে দু'টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।