CBI Summons Partha Chatterjee: আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই-র
শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Picture Source: Facebook)

কলকাতা, ১২ মার্চ: আইকোর চিটফান্ড মামলায় (ICore Ponzi scam case) এবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করল সিবিআই (CBI)। ১৫ মার্চ তাঁকে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। আইকোর চিটফান্ড মালমার তদন্ত করছে সিবিআই। বড় রিটার্ন দেওয়ার কথা বলে সাধারণ মানুষের থেকে ৩,০০০ কোটি টাকা তোলে আইকোর গ্রুপ। যদিও এই তহবিলের একটি অংশ সরিয়ে নিয়েছিল সংস্থাটি।

২০১৪ সালে এই বিষয়টি তদন্তের দায়িত্ব নিয়েছিল সিবিআই। অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা সম্পর্কিত আইপিসি-র বিভিন্ন ধারার অধীনে এফআইআর দায়ের করেছিল। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের একটি আদেশের ভিত্তিতে এই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। রাজ্য পুলিশের থেকে সমস্ত চিটফান্ড মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে নিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: পুরুলিয়ার জয়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন খারিজ হাইকোর্টে

২০১৭ সালে আইকোর-র ডিরেক্টর অনুকূল মাইতি এবং তাঁর স্ত্রী কানিকাকে গ্রেপ্তার করে সিবিআই। ওড়িশার ভূবনেশ্বর জেলে থাকাকালীন মৃত্যু হয় অনুকূল মাইতির।