'Maache Bhate Bangali' by BJP: ভোটের মুখে ‘মা কিচেন’-র পাল্টা বিজেপির ‘মাছে ভাতে বাঙালি’, বিনামূল্যে মাছ-ভাত খাওয়ানোর আয়োজন
বিজেপির দলীয় প্রতীক (Representational Image/ Photo Credits: ANI)

কাঁথি, ২৩ ফেব্রুয়ারির: তৃণমূল সরকারের (TMC) ‘মা কিচেন’-র (Maa Kitchen) পাঁচ টাকার ডিম-ভাতের বিকল্পর পাল্টা এবার বিজেপির ‘মাছে ভাতে বাঙালি’ (Maache Bhate Bangali) কর্মসূচি। এর জন্য লাগছে না কোনও টাকা। আসন্ন নির্বাচনের আগে সাধারণ জনগণের মন পেতেই এসমস্ত কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সোমবার পূর্ব মেদিনীপুর থেকে এই প্রকল্প শুরু হল এগরায়। এদিন সাধারণ মানুষের সঙ্গে বসে খান বিজেপি নেতারাও।

করোনা মহামারীতে লকডাউনের সময় থেকে ২০ টাকায় শ্রমজীবী ক্যান্টিনের আয়োজন করেছে সিপিএম। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে ৫ টাকায় ডিম-ভাত প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আপাতত কলকাতার ১৬ টি বরো এলাকায় ১৪৪ টি ওয়ার্ডে এই খাবার ব্যবস্থা চালু হয়েছে। প্লেট পিছু সরকার ভরতুকি দেবে ১৫ টাকা। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত ডিম-ভাত পাওয়া যাচ্ছে। আরও পড়ুন, রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ, অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে বেরলো সিবিআই

তবে বিজেপির 'মাছে ভাতে বাঙালি' কর্মসূচি আগামী দিনে কোথায় কোথায় চালু হবে তা অবশ্য এদিন জানাননি বিজেপি নেতারা। এদিন এগরার পানিপারুল এলাকায় আলুভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি সহযোগে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিনামূল্যে দুপুরে খাওয়াদাওয়া করলেন বহু মানুষ।