তৃণমূলের শহিদ দিবসকে 'দিদির সার্কাস'বলে কটাক্ষ করায় দিলীপ ঘোষের নামে FIR দায়ের
দিলীপ ঘোষ(Photo Credit-ANI)

কলকাতা, ২১ জুলাই: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (Tmc's Martyrs Day) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)- র নামে দায়ের হল এফআইআর (FIR)। সাংসদ তথা বিজেপি-র রাজ্য সভাপতি ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবসে দিদির নাটক আর সার্কাসের মঞ্চ বলে কটাক্ষ করেন। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের এই মন্তব্যে হিংসার জন্য সরাসরি প্ররোচনা হয়েছে বলে জারি হল এফআইআর।

১৯৯৩ সালের ২১ জুলাই, মহাকরণ অভিযানে গিয়ে পুলিশের গুলিতে মৃত্য়ু হয় ১৩ জন কংগ্রেস সমর্থক। সেই অভিযানে পুলিশের লাঠির আঘাতে মারাত্মক জখম হয়েছিলেন মমতা ব্যানার্জিও। সেই দিনকে স্মরণ করেই তৃণমূল শহিদ দিবস পালন করে থাকে। দিলীপ ঘোষ বলেন, এই শহিদ দিবসের মঞ্চটা এখন দিদির সার্কাসের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে বলে কটাক্ষ করেছিলেন দিলীপ। আরও পড়ুন-আজ দিদি-র শহিদ দিবস

গতবারের সঙ্গে এবার ২১শে জুলাইয়ের অনেক ফারাক। এবার ২১শে জুলাইয়ের মঞ্চের পাশে দাঁড়িয়ে গতবারের কথা মনে করে তৃণমূলের এক শীর্ষ নেতা বললেন, ''রাজনীতি এমনই জিনিস। এখানে অনেক কিছুই দ্রুত বদলে যায়। এটা ঠিক লোকসভায় আমাদের ফল ভাল হয়নি। কিন্তু ২০০৪-এ এর চেয়ে অনেক খারাপ ফল করে ক বছরের মধ্যে চমকপ্রদ ফল করেছিলাম। রাজ্যের মানুষ শুধু মমতাকেই ভালবাসে। আমরা এবার ঘুরে দাঁড়াবোই।''