Jalpaiguri Bus Accident: ময়নাগুড়িতে মিনিবাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩
পথদুর্ঘটনা (প্রতীকি ছবি : ANI)

জলপাইগুড়ি, ১৯ মার্চ: মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ৪০। গতকাল রাতে দুর্ঘটনাটি (RoadAccident) ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির সিংগীমারী এলাকায়। রাত ১০টা নাগাদ ময়নাগুড়ি এলাকায় বিয়েবাড়ি ফেরত একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আলু বোঝাই একটি লরির। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার ডিজিটালের খবর অনুযায়ী, দমহনি এলাকা থেকে মিনিবাসে করে মৌলানীতে বউভাতের অনুষ্ঠানে গেছিলেন কয়েকজন। বাড়ি ফেরার পথে সিংগীমারী এলাকায় বাসের সামনে হঠাৎই একটি আলুবোঝাই লরি চলে আসে। লরির ধাক্কায় বাসটি উল্টে যায়। আরও পড়ুন: WB Assembly Elections 2021:ভবানীপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়

দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যায় ময়নাগুড়ি থানার পুলিশ সহ দমকল কর্মীরা। আহতদের প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, দুটি গাড়িই দ্রুত গতিতে যাচ্ছিল।