খোয়া যাওয়া ফোন খুঁজে দিন, চার লক্ষ টাকা দেবে অনার
প্রতীকী ছবি(Photo Credit:Wikimedia Commons)

হারিয়ে যাওয়া ফোন ফিতে পেতে চার লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। এমনটা শুনেছেন কখনও, এবার শুনুন পুরস্কার দিচ্ছে ফোন প্রস্তুতকারক সংস্থা অনার(Honor)।  খুব শিগগির বাজারের নতুন ফোন আনছে অনার। লন্ডনে (London)আনুষ্ঠানিক প্রকাশের আগেভাগে তাই ফোনটির কার্যকারিতা পরীক্ষা করে দেখার ছিল। সেজন্য সংস্থার কর্মীদের প্রটোটাইপ ফোন ব্যবহারের ব্যবস্থাও করে দেয়। এমনই এক কর্মীর ফোনটি খোয়া গিয়েছে, এদিকে বাজারে আত্মপ্রকাশ না করা ফোন হারিয়ে যাওয়াতেই বিপত্তি। রীতিমত টুইট করে সেই ফোন ফিরে পাওয়ার আবেদন জানিয়েছে অনার।

জানা গিয়েছে, আগামী ২১ মে লন্ডনে টোয়েন্টি সিরিজের একটি ফোন বাজারে আনার কথা অনার কোম্পানির। মোবাইল বিশেষজ্ঞরা বলছেন, ওই সংক্রান্ত প্রোটোটাইপ ফোনটিই হারিয়ে গিয়েছে। কর্মীরা এই ফোন অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করেন, যাতে কোনওভাবেই সেই ফোন অন্যদের নজরে না আসে, কভার লাগানো থাকে। সেই ফোন হারাতেই সংস্থার মাথায় আকাশ ভেঙে পড়েছে।

কয়েক বছর আগে বিখ্যাত অ্যাপল কোম্পানিও একটি প্রোটোটাইপ আইফোন ফোর হারিয়ে ফেলে বেশ চাপে পড়ে গিয়েছিল৷ মোবাইলের দুনিয়ায় নতুন আসা গুগলের একটি গুগল পিক্সল ৩ এক্স এল (Google pixel 3 xl)ফোন বছর খানেক আগে পাওয়া গিয়েছিল একটি ট্যাক্সির পিছনের সিটে। এবার জার্মানিতে ফোন হারিয়েছে অনার কোম্পানিও। তবে ফোন হারানোর পর চুপ করে বসে না থেকে ওই কোম্পানির তরফে টুইট করা হয়েছে৷ কেউ এই ফোন ফিরিয়ে দিলে তাকে কোম্পানির তরফে চার লাখ টাকা দেওয়া হবে।

বলা বাহুল্য, আজকের দিনে শরীরের কোনও গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ দেওয়ার যে যন্ত্রণা তার সঙ্গে ফোন হারানোর যন্ত্রণা একেবারে মিলে যায়। এ দুঃখ ভুলতে পারেন না সেই ফোন ব্যবহারকারী। এবার একই অবস্থা ফোন প্রস্তুতকারী সংস্থারও। ফোন হারিয়ে চারলাখির পুরস্কারও ঘোষণা করা হয়েছে।