IND vs PAK Davis Cup 2024: পাকিস্তানের মাটিতে সহজ জয় ভারতের
Pakistan in Davis Cup (Photo Credit: Farid Khan/ X)

পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৬০ বছর ডেভিস কাপে খেলতে নেমে সহজ জয় পেল ভারতীয় টেনিস দল। ইসলামাবাদে রবিবার ডবলসে ইউকি ভামরি-সাকেথ মায়েনি জুটি ৬-২, ৭-৬ (৫) হারান আকিল খান-মুজাম্মিল মুর্তাজা জুটিকে। সেই সুবাদে ভারত প্রথম ৩টে ম্যাচে জিতে টাই জিতে নিল ভারত। গতকাল, শনিবার সিঙ্গলসের দুটি ম্যাচে জেতেন রামকুমার রামানাথন ও শ্রীরাম বালাজি। পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে টানা আটটা টাইয়ে জিতে, কখনও না হারার রেকর্ড অক্ষত রাখল ভারতীয় টেনিস দল।

পাকিস্তানকে পাকিস্তানে হারিয়ে প্লে অফের গ্রুপ ১-এ উঠে গেল ভারত। গত বছর সেপ্টেম্বরে মরক্কোকে দেশের মাটিতে ৪-১ হারিয়ে প্লে অফ গ্রুপ-২-তে উঠে পাকিস্তানের মুখে পড়েছিল ভারতীয় টেনিস দল। রোহন বোপান্নার অবসরের প্রথম ডেবিস কাপ টাইয়ে সসম্মানে পাশ করলেন রামকুমার-বালাজিরা।

দেখুন ভিডিয়ো

গতকাল, শনিবার প্রথম সিঙ্গলসে রামকুমার রামানাথন হারান পাকিস্তানের এক নম্বর খেলোয়াড় আইসাম উল কুরেশিকে। ৪৩ বছরের আইসামের বিরুদ্ধে তিন সেটের লড়াই রামকুমার জেতেন ৬-৭ (৩), ৭-৬, ৬-০। দ্বিতীয় সিঙ্গলসে শ্রীরাম বালাজি ৭-৫, ৬-৩ হারান ৪৪ বছরের আকিল খানকে।