লতা মঙ্গেশকরের প্রয়ানের শোকে কালো 'আর্ম ব্যান্ড' পরে নামলেন রোহিত-বিরাটরা
Virat Kohli and Rohit Sharma (Photo Credits: Getty Images)

আমেদাবাদ, ৬ ফেব্রুয়ারি: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) শুরু হল ভারত (India)-ওয়েস্ট ইন্ডিজ (West Indies) তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আজ সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামলেন। প্রয়াত ভারতরত্ন গায়িকা লতা মঙ্গেসকরকে শ্রদ্ধা জানাতেই রোহিত শর্মা-বিরাট কোহলিরা কালো আর্ম ব্যান্ড (Black Arm Band) পরে নামলেন। ওয়ানডে সিরিজের প্রথম এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করছে ভারত। অভিষেক হল অলরাউন্ডার দীপক হুডা (Deepak Hooda)-র।

দেখুন টুইট

প্রথম একাদশে জায়গা পেলেন না দীপক চাহার, কুলদীপ যাদব। তিন স্পেশালিস্ট পেসার হিসেবে খেলছেন মহমম্ম সিরাজ, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর। দুই স্পেশালিস্ট স্পিনার হয়ে নামলেন ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল। রোহিত শর্মার-র সঙ্গে ওপেন করবেন ইশান কিষান। আরও পড়ুন: ছোটদের বিশ্বকাপ জিতল ভারত

ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির পড়তে পারে, ফলে স্পিনারদের বল গ্রিপের সমস্যা হবে। সেই কথায় মাথায় রেখেই ম্যাচে রান তাড়া করে জেতার পথেই হাঁটলেন রোহিত। সিরিজ শুরুর আগে করোনা হানার কারণে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলতে পারছেন না। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়েড় করোবনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকায় আজ খেলতে পারছেন না। রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন ইশান কিষাণ।  ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।