Cricket Australia: শেষ পর্যন্ত পুরো বাতিলই হল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিউই সফর
T20 World Cup Champion Australia. (Photo Credits: ICC Twiiter)

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি: করোনা সংক্রমণ নিয়ে নিউ জিল্যান্ডের কঠোর বিধির জেরে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) কিউই সফর পুরোপুরি বাতিল হল। আগামী মাস, মার্চের ১৭-২০ তারিখ নিউ জিল্যান্ডের নেপিয়ারে তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় নিউ জিল্যান্ড সরকারের কঠোর কোভিড বিধির আওতায় সীমান্ত নীতি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হত। ক্রিকেট অস্ট্রেলিয়া যেটাতে কিছুতেই রাজি হল না। শেষ অবধি সিরিজ বাতিল হল।

কিউই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রান্স-তাসমান বর্ডার খুলে সব কিছু স্বাভাবিক হলে বাতিল হওয়া এই সিরিজ আয়োজনের চেষ্টা হবে।  গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আরও পড়ুন: হার দিয়ে কিউই সফর শুরু হরমনপ্রীতদের

দেখুন টুইট

শুক্রবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে  দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলবে এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।  ৪-০ অ্যাসেজ জয়ের পর সেটাই হবে অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ।  তারপর পাকিস্তান সফরে যাবেন প্যাট কামিন্স-স্টিভ স্মিথরা। চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ।