T20 World Cup: ভারত থেকে ইউএই-তে সরছে টি টোয়েন্টি বিশ্বকাপ, কার্যত স্বীকার করলেন বোর্ড সচিব জয় শাহ
জয় শাহ ও সৌরভ গাঙ্গুলি (Photo Credits: Twitter/@BCCI)

গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরবআমিরশাহি (UAE)-তে আয়োজিত হবে। ১৪ নভেম্বর থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ, এমনই জল্পনা চলছে। এই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। সংবাদমাধ্যমে জয় শাহ জানান,"ভারতে করোনা পরিস্থিতির জন্য আমরা ইউএই-তে টুর্নামেন্ট সরাতে হতে পারে। আমরা দেশের করোনা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের কাছে সবার আগে। এই নিয়ে আমরা দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"