Jay Shah (Photo Credit: X)

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পাঁচ বছর পর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)-র সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসলেন জয় শাহ (Jay Shah)। মাত্র ৩৬ বছর বয়েসে আইসিসি-র চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র। সবচেয়ে কম বয়েসে আইসিসি-র প্রধান দায়িত্বে বসার নজির গড়লেন শাহ। বিসিসিআই থেকে একেবারে সোজা আইসিসি। অমিত শাহ-র পুত্র জয় শাহ এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলের জায়গায় এবার ICC- প্রধান হিসেবে কাজ করবেন জয় শাহ। অতীতে এন শ্রীনাবাসন, শশাঙ্ক মনোহরের মত ভারতীয়রা আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন। তবে এত কম বয়সে কেউ আইসিসি চেয়ারম্যান হননি।

চলতি বছর অগাস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। মাস তিনেক পর এবার জয় শাহ আইসিসি-র প্রধান হিসেবে কাজ শুরু করলেন।

আইসিসি-র প্রধান হিসেবে জয় শাহ-র সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে জট ছাড়ানো। ২০২৮ সালে লস অ্যাঞ্জলস অলিম্পিকে হতে চলা ক্রিকেটের সফলভাবে আয়োজন। বিশ্বজুড়ে মহিলাদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার কাজটাকেও তিনি বেশ গুরুত্ব দিচ্ছেন বলে শাহ জানিয়েছেন। বিসিসিআই সচিব হিসেবে দেশের মহিলা ক্রিকেটে আইপিএলের ধাঁচে পেশাদার টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করেন শাহ।

আইসিসি সভাপতি হিসেবে কাজ শুরু জয় শাহ-র

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ম সংস্থা আইসিসি-র সবচেয়ে বড় আসন হল চেয়ারম্যান। ২০১৪ সাল থেকে নয়া নিয়মে আইসিসি-র প্রেসিডেন্ট বা সভাপতি পদের আর কোনও গুরুত্ব নেই। ২০১৪ সালে আইসিসি-র প্রথম চেয়ারম্যান হয়েছিলেন এন শ্রীনিবাসন। বছর দেড়েক ক্ষমতায় থাকার পর শ্রীনিবাসন সরলে, তাঁর জায়গায় আইসিসি-র চেয়ারম্যান পদে বসেন শশাঙ্ক মনোহর। প্রায় পাঁচ বছর সেই পদে থাকার পর মেয়াদ শেষে সরতে হয় শশাঙ্ক মনোহর-কে। তারপর মাস চারেক অন্তর্বর্তী চেয়ারম্যান পদে বসেন সিঙ্গাপুরের ইমরান খোয়াজা। তারপর ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে আইসিসি-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। এরপর পয়লা ডিসেম্বর থেকে আইসিসি-র সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসলেন জয় শাহ।