Jasprit Bumrah: বুমরাহ ও বিরাট কোহলির সিক্স- প্যাক দেখে মসকরা করলেন যুবরাজ সিং
জসপ্রীত বুমরাহ ও বিরাট কোহলি (Photo Credits: Instagram / Jasprit Bumrah)

২২ আগস্ট: Jasprit Bumrah and Virat Kohli Flaunt Six-Pack Abs: জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের (Indian Cricket Team Captain) সঙ্গে ছবি তুলে তাঁর ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইল থেকে শেয়ার করেন। এই ছবিতে তাঁদের দুজনকেই দেখা যাচ্ছে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে সিক্স- প্যাক এবস দেখাচ্ছেন। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) তাতে মসকরা করে কমেন্ট করেন, ' ওহ, ফিটনেস আইডল।'

 

 

View this post on Instagram

 

Sun soaking with @virat.kohli and the team 🌊🌊

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

 

 

 

View this post on Instagram

 

Stunning day at the beach with the boys 🇮🇳👌😎

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

সম্প্রতি তাঁরা রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে (West Indies)। সেখানে ২২ আগস্ট প্রথম টেস্ট ম্যাচের ২-য় সিরিজটি খেলবেন। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে (Sir Vivian Richards Stadium, Antigua) ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই আগেরদিন ভারতীয় খেলোয়াড়দের কিছুটা হালকা মেজাজে দেখা গেছে।

ভারত ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজে ৩ টি টি-২০ ও ৩ টি ওডিআই ম্যাচ খেলেছেন। প্রতিটি ম্যাচেই জিতেছে। এখন ভারতীয় দল রেড বল দিয়ে ম্যাচটি খেলে কতটা সাফল্য অর্জন করবে তাই দেখার। বলা বাহুল্য, যুবরাজ সিংহ খেলা থেকে অবসর গ্রহণ করলেও পুরোনো খেলোয়াড় বন্ধুদের উৎসাহ দিতে বা তাদের নিয়ে মস্করা করতে কিন্তু ভুলে যান না।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে বিরাটবাহিনী। টেস্ট র‍্যাঙ্কিং-এ আপাতত প্রথম স্থানে রয়েছে ভারত। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। আগামী দু’ বছর ধরে মোট ৯টি দল ২৭টি সিরিজে খেলবে ৭১টি টেস্ট।