
মুম্বই, ২২ মে: আইপিএল খেলে ক্লান্ত। তাই এবার ছুটি চেয়ে বিসিসিআইয়ের দ্বারস্থ হলেন অধিনায়ক রোহিত শর্মা। গতকাল, শনিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এবারের আইপিএল অভিযান শেষ করে রোহিতের মুম্বই ইন্ডিয়ন্স। রোহিতরা সবার শেষে থাকেন। এবার ভারতীয় দলের হয়ে নামার কথা রোহিতের। কিন্তু আইপিএলে টানা ১৪টা ম্যাচ খেলে ক্লান্ত রোহিত এবার বিশ্রাম চাইলেন। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলতে চাইছেন না অধিনায়ক রোহিত। বিরাট কোহলি, জশপ্রীত বুমরাদের মত তারকাদেরও এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে।
শোনা যাচ্ছে রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে গুজরাট টাইটান্সকে ভাল নেতৃত্ব দেওয়ায় হার্দিকের হাতে নেতৃত্ব দেওয়া হতে পারে। আরও পড়ুন: পন্থদের হারিয়ে বিরাটদের প্লে অফে তুললেন রোহিতরা
দেখুন টুইট
Indian Captain Rohit Sharma has asked the BCCI for a break. (According to InsideSport)
— CricketMAN2 (@ImTanujSingh) May 22, 2022
কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (India vs South Africa T20 Series) জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে বিসিসিআই (BCCI)। ৯ জুন থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। সিনিয়র তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি নির্বাচকরা আইপিএলে ভাল খেলা প্লেয়ারদের পুরস্কৃত করতে পারে। শিখর ধাওয়ান পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাই তাঁকে আবারও ওপেনিং জুটিতে রাখা হতে পারে। দলে রাখা হতে পারে ইশান কিষাণকে। দারুন ফর্মে থাকা দীনেশ কার্তিকের নামও ঘোরাফেরা করছে। ফিট থাকলে সূর্যকুমার যাদব দলে থাকতে পারেন। অন্যদিকে রাহুল তেওয়াতিয়া দলে ফিনিশারের ভূমিকা পেতে পারেন। স্কোয়াডের অংশ হতে পারেন, এমন অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, দীপক হুডা, তিলক ভর্মা, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল এবং উমরান মালিক। ডেথ ওভারে তাঁর উপযোগিতা এবং অভিজ্ঞতার কারণে দলে জায়গা পেতে পারেন ভুবনেশ্বর কুমার।