India vs Sri Lanka New Schedule: করোনা হানায় দিন পাঁচেক পিছিয়ে ধাওয়ানদের লঙ্কা সিরিজ শুরু ১৮ জুলাই থেকে
শিখর ধাওয়ান(Photo Credits: Getty)

কলম্বো, ১০ জুলাই: শ্রীলঙ্কা শিবিরে করোনা হানার কারণ সফর বাতিল নয়, শুধু সিরিজ দিন পাঁচেক পিছিয়ে দেওয়া হল। আগামী ১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল শিখর ধাওযানের নেতৃত্বে ভারতের শ্রীলঙ্কা সফর  (Indias Tour of Srilanka)। যেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে একটা ভারতীয় দল যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতে, তখন শিখর ধাওয়ানের নেতৃত্বে অন্য ভারতীয় দল লঙ্কা রাষ্ট্রে খেলবে এই সিরিজ। আরও পড়ুন: এবার ছেলের বাবা হলেন হরভজন সিং

দু দিন আগেই শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের করোনায় আক্রান্ত হন। তারপর কোভিজ রিপোর্ট পজিটিভ আসে দলের সাপোর্ট স্টাফ জিটি নিরোসানের। শুক্রবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। ইংল্যান্ড থেকে ফেরার তিন দিনের মধ্যেই করোনা হানা দিয়েছে শ্রীলঙ্কা শিবিরেও।

অনেকেই ভেবেছিলেন, করোনার কারণে হয়তো ধাওয়ানরা সফর বাতিল করে ফিরতে পারেন, কিন্তু আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে সফর বাতিল নয় বরং পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজ। সফর সূচি পরিবর্তন হওয়ায় ধাওয়ান-হার্দিকদের শ্রীলঙ্কায় আরও দিন চারেক বেশি থাকতে হচ্ছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নতুন সূচি (India vs Sri Lanka New Schedule)

প্রথম ম্যাচ- ১৮ জুলাই

দ্বিতীয় ম্যাচ- ২০ জুলাই

তৃতীয় ম্যাচ- ২৩ জুলাই

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের নতুন সূচি

প্রথম ম্যাচ- ২৫ জুলাই

দ্বিতীয় ম্যাচ- ২৭ জুলাই

তৃতীয় ম্যাচ- ২৯ জুলাই

এই সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল-

শিখর ধাওয়ান (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাদিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যুজবেন্দ্র চহ্বাল, রাহুল চহ্বার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, দীপক চহ্বার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া।