Team India: বিরাট সূর্যের আলোয় অজি বধ করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া
বিরাট সূর্যের তেজ। (Photo Credits; Twitter)

হায়দরাবাদ, ২৫ সেপ্টেম্বর: অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। রবিবার হায়দরাবাদে অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে ১৮৬ রান তাড়া করে এক বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জিতলেন রোহিত শর্মা-রা। ভারতের জয়ে নায়ক বিরাট কোহলি (৪৮ বলে ৬৩), সূর্যকুমার যাদব (৩৬ বলে ৬৯) ও হার্দিক পান্ডিয়া (১৬ বলে ২৫ অপরাজিত)। মোহালিতে প্রথম ম্যাচে হারের পর, টানা দুটো খেলায় জিতে টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর সিরিজ জিতল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা-র বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে না হারার রেকর্ড অক্ষত থাকল।

বড় রান তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে দলের দুই ওপেনার রোহিত শর্মা (১৭), লোকেশ রাহুল (১)-এর উইকে হারিয়েও টিম ইন্ডিয়া ম্যাচ ও সিরিজ জিতে নিল। আরও পড়ুন-ছেলের বাবা হলেন এই অজি তারকা ক্রিকেটার

দেখুন টুইট

এশিয়া কাপে ব্যর্থতার জ্বালা কিছুটা হলেও মিটল রোহিতের দলের। টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৮৭ রান। অজি ওপেনার ক্যামেরন গ্রিন (৫২) শুরুটা ভাল করলেও অ্যারন ফিঞ্চ (৭), স্টিভ স্মিথ (৯), গ্লেন ম্যাক্সওয়েল (৬)-রা পরপর আউট হয়ে যান। তবে শেষের দিকে টিম ডেভিড (২৭ বলে ৫৪) দারুণ খেলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান। একেবারে ফ্লপ হয়ে যান জশপ্রীত বুমরা। বুমরা ৪ ওভারে দেন ৫০ রান। দারুণ বল করেন দলের দুই স্পিনার অক্ষর প্যাটেল (৩৩/৩), যুজবেন্দ্র চাহাল (১/২২)। ঋষভ পন্থের জায়গায় খেলা ভূবনেশ্বর কুমার ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ১টি উইকেট। অতিরিক্ত বোলার খেলিয়ে বিশেষ লাভ হয়নি ভারতের।