যুবরাজ সিংয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাট হাতে মারকাটারি শিখর ধাওয়ান (দেখুন ভিডিও)
শিখর ধাওয়ান(Photo Credit: Twitter)

দিল্লি, ১৯ জুলাই: প্রায় একমাস পরে যুবরাজ সিংয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে হাতে ব্যাট তুলে নিলেন ভারতীয় ক্রিকেটের ভাগ্য তাড়িত ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বটল ক্যাপ চ্যালেঞ্জ (Bottle Cap Challenge)। ইতিমধ্যেই ধাওয়ানের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যুবির চ্যালেঞ্জ গ্রহণের পর বাঁ হাতি ওপেনার তাঁর ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায়া পোস্ট করেন। টুইটারে সেই ভিডিও দেখে উচ্ছসিত ক্রিকেট অনুরাগীরা। বিশেষ করে যাঁরা শিখর ধাওয়ানের ফ্যান, তাঁরা তো বলেই ফেললেন সাবলীল ক্রিকেট খেলছেন প্রিয় খেলোয়াড়। আরও পড়ুন-KKR: বিশ্বকাপ জিতেই শাহরুখের দলের হেড কোচ হয়ে ফিরছেন ট্রেভর বেলিস, শাহরুখের দলের ব্যাটিং কোচ ম্যাকালাম

বিশ্বকাপে মাত্র দু’টি ম্যাচ খেলার পরেই চোটের কারণে ধাওয়ানকে ছিটকে যেতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেথান কুল্টার নাইলের লাফিয়ে ওঠা বল ধাওয়নের বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে। হাতের চোট নিয়েই সেঞ্চুরি করেছিলেন শিখর। পরে অবশ্য সেই ম্যাচে আর ফিল্ডিং করতে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়া ম্যাচের দিন কয়েক বাদে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বকাপে আর নামতে পারবেন না ভারতের ওপেনার। এদিকে বিশ্বকাপে সেমিফাইনালেই ভারতের অভিযান শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে টানা বিশ্রামের পর ধাওয়ন নেমে পড়েছেন নেটে। তাঁর মারা ড্রাইভ উড়িয়ে দিল বোতলের ক্যাপ। টুইটে যুবিকে উদ্দেশ্য করে ধাওয়ন লেখেন, ‘‘এই আমার বটল ক্যাপ চ্যালেঞ্জ। চোটের পর আমি প্রথম বার ব্যাট তুলে নিলাম। ফিরে এসে ভাল লাগছে।’’

উল্লেখ্য, দিন কয়েক আগে ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’ গ্রহণ করেছিলেন যুবি। ব্যাট দিয়ে বল মেরে বোতলের ক্যাপ ফেলে দিয়েছিলেন তিনি। তারপরেই শচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, শিখর ধওয়নকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পঞ্জাবতনয়। যুবি পাজির চ্যালেঞ্জ গ্রহণ করতে দুবার ভাবেননি শিখর ধাওয়ান। তাছাড়া ক্রিকেট বোর্ড থেকে শুরু করে অধিনায়ক, সতীর্থ সর্বোপরি ভক্তদের কাছে নিজের সুস্থতা ও দক্ষতা প্রমাণ দেওয়ার এই বটল ক্যাপ চ্যালেঞ্জ খুব কাজে এসেছে।