FC Barcelona vs Borussia Dortmund: চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ড, কোথায় দেখা যাবে ম্যাচ? জেনে নিন
FC Barcelona (Photo Credits: Getty Images)

UEFA Champions League 2019–20-চ্যাম্পিয়নস লিগের (Champions League) এফ গ্রুপের ম্যাচে আজ ক্যাম্প ন্যুতে বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) মুখোমুখি বার্সেলোনা (FC Barcelona)। জিতলেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় খেলার টিকিট পেয়ে যাবে মেসিরা। কিন্তু লিয়োনেল মেসিদের এই মুহূর্তে সব চেয়ে বড় সমস্যা ধারাবাহিক ভাবে গোল করতে না পারা। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে চারটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে বার্সেলোনা। বাকি দু’টি ড্র। তাদের পয়েন্ট আট। টেবলে দু’নম্বরে থাকা বরুসিয়ার পয়েন্ট সেখানে ৭। এবং বার্সা গোল করেছে মাত্র চারটি। যা এক কথায় অবিশ্বাস্য। লুইস সুয়ারেস জোড়া গোল করেছেন। একটি গোল মেসির। অন্যটি স্লাভিয়া প্রাহার আত্মঘাতী গোল। আজ মাঠে নামছে বার্সেলোনা। আজ মাঠে নামলেই বার্সার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন বার্সার প্রাণভোমরা। একই দিনে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালে বার্সা নিশ্চিত করবে শেষ ষোলো। একই অবস্থা জার্মান ক্লাব বরুশিয়ারও। আবার আজ একই গ্রুপে ইন্টার মিলানের আশা বেঁচে থাকবে স্লাভিয়া প্রাগকে হারাতে পারলে।

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর হওয়ার পর থেকে এক বারই মাত্র এত কম গোল করছে বার্সেলোনা। এ বারের টুর্নামেন্টে যে ৩২ দল খেলছে, তার মধ্যে ২২ দলই বার্সার থেকে বেশি গোল করেছে। ক্যাটালোনিয়ার বিখ্যাত এই ক্লাব অনেক আশা নিয়ে এ বার আতলেতিকো দে মাদ্রিদ থেকে সই করিয়েছিল আঁতোয়ান গ্রিজ়ম্যানকে। কিন্তু এখন পর্যন্ত তিনি ব্যর্থ। যা নিয়ে স্পেনের প্রচারমাধ্যমে লেখা হচ্ছে যে, আসলে নেমার দা সিলভা স্যান্টোসের জায়গা নিশ্চিত রাখতেই গ্রিজ়ম্যানকে মেসিও ঠিকমতো সাহায্য করছেন না। জেরার্ড পিক, নেলসন সেমেডো এবং জর্ডি আলবা সাসপেন্ড থাকায় ডিফেন্স নিয়ে চাপে থাকবে বার্সেলোনা। লা লিগায় লেগানেসের বিরুদ্ধে শেষ ম্যাচে কোনও রকমে ভালভার্দের দল জেতে আর্তুরো ভিদালের বিতর্কিত গোলে। এই ম্যাচে কিন্তু মেসি, সুয়ারেস, উসমান দেম্বলে ও গ্রিজ়ম্যান— চার জনকেই প্রথম দলে রাখা হয়েছিল। কিন্তু গ্রিজ়ম্যান বিশেষ কিছু করতে পারেননি। বরুসিয়ার বিরুদ্ধে ভালভার্দে এই চার জনকে দিয়ে শুরু না-ও করতে পারেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। জেরার পিকে খেলছেন না। এক ম্যাচ তাঁকে নির্বাসনে থাকতে হচ্ছে। সম্ভবত স্যামুয়েল উমতিতিকেই প্রথম দলে দেখা যাবে জার্মান ক্লাবের বিরুদ্ধে। আরও পড়ুন: Cartosat-3 Satellite Launched by ISRO: কার্টোস্যাট-৩ ও ১৩টি অ্যামেরিকার ন্যানো স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করল ইসরো

এফসি বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের সময়সূচি?

এফসি বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটি ২৮ নভেম্বর বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে খেলা হবে। ভারতীয় সময় রাত দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা।

এফসি বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ সরাসরি টেলিকাস্ট কোথায় দেখা যাবে?

এই ম্যাচটি সনি পিকচারস নেটওয়ার্কে (এসপিএন) সরাসরি সম্প্রচার করা হবে। এটি ভারতে চ্যাম্পিয়ন্স লিগ ২০১৯-২০ এর অফিসিয়াল ব্রডকাস্টার। সনি টেন চ্যানেল এই ম্যাচের লাইভ অ্যাকশন দেখা যাবে।

বিনামূল্যে লাইভ স্ট্রিমিং অনলাইনে কোথায় দেখা যাবে?

ফুটবল ভক্তরা সোনালিভ অ্যাপে এফসি বার্সেলোনা বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের লাইভ অ্যাকশন দেখতে পাবে। সোনিলিভ, যা সনি নেটওয়ার্কের অফিশিয়াল অনলাইন স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। ভারতে তার অনলাইন ভক্তদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া খেলার লাইভ স্কোর আপডেটের জন্য লেটেস্টলি দেখতে পারেন। অতীতে বার্সেলোনা কখনও বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারেনি। তাই আশা করা যেতে পারে এই রেকর্ড আজ রাতেও ভাঙবে না