ATK Mohun Bagan vs Kerala Blasters FC: আইএসএলে আজ এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ATK Mohun Bagan (Photo Credits: Twitter/@atkmohunbaganfc)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স (ATK Mohun Bagan vs Kerala Blasters FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা কেরালার টুর্নামেন্ট শুরুর পর থেকেই রীতিমতো গুটিয়ে আছে। কিবু ভিকুনা তাই আজকের ম্যাচ জয় পেতে চাইবে। শেষ দুটি ম্যাচে কেরালা এফসি গোয়া এবং জামশেদপুর এফসি-র বিপক্ষে ড্র করেছে। ডিফেন্ডার নিশু কুমারের অনুপস্থিতিতে ব্লাস্টার্সরা সন্দীপ সিংয়ের কাছ থেকে একটি ভালো পারফরম্যান্সের আশা করবে দল। এদিকে, আন্তোনিও হাবাসের বেশ কয়েকটি সিদ্ধান্তের কারণে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে হেরেছে এটিকে মোহনবাগান।

কেরালা ব্লাস্টার্স-র সম্ভাব্য একাদশ: অ্যালবিনো গোমস; সন্দীপ সিং, বাকারি কোন, কোস্টা ন্যামোইনসু, জেসেল কার্নেইরো; সাহাল আবদুল সামাদ, রোহিত কুমার, ভিসেন্টে গোমেজ, লালথ্যাঙ্গা খওলরিং; জর্ডান মারে, গ্যারি হুপার।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ: অরিন্দম ভট্টাচার্য; প্রবীর দাস, তিরি, সন্দেশ ঝিঙ্গন; সুভাষিশ বোস, কার্ল ম্যাকহাগ, প্রীতম কোটাল, জাভিয়ের হার্নান্দেজ, প্রনয় হালদার; মনভীর সিং, রয় কৃষ্ণ।

পরিসংখ্যান: এর আগে দুই দল ১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে জিতেছে এটিকে মোহনবাগান