চার গোলে হেরে চার বছরের সম্পর্ক শেষ। ব্রাজিলের কাছে পর্যদুস্ত হয়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ ছাড়লেন পাওলো বেন্টো। পদত্যাগ করে বেন্টো জানালেন, "দক্ষিণ কোরিয়ার মত দেশের কোচিং করানোটা সম্মানের। ফুটবল প্রতিভার অভাব নেই এখানে। এই কটা বছর দারুণ কাটালাম। সবাই দারুণ সহযোগিতা করেছে। আমি ছাড়লেও কোরিয়ার ফুটবল আগামী দিনে অনেক দূর যাবে।"দক্ষিণ কোরিয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচিং করিয়ে সাফ্য পেয়েছিলেন বেন্টো। ২০১২ ইউরো কাপে রোনাল্ডোর পর্তুগাল বেন্টোর কোচিংয়েই সেমিফাইনালে খেলেছিল।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোরিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তারপরই শিন তায়ে-ইয়ংয়র জায়গায় আনা হয়েছিল পর্তুগালের বেন্টোকে। কোরিয়ানদের কোচ হিসেবে এসে দারুণ সফল হন বেন্টো। গ্রুপ পর্বে লুইস সুয়ারেজের উরুগুয়েকে আটকে দেওয়ার পর পর্তুগালকে হারিয়ে নাটকীয়ভাবে নক আউটে ওঠে বেন্টোর দক্ষিণ কোরিয়া। আরও পড়ুন-পেলের থেকে আর মাত্র এক গোল দূরে নেইমার
বেন্টোর কোচিংয়ে আট বছর পর বিশ্বকাপের নক আউটে উঠেছিল কোরিয়া। তবে প্রি কোয়ার্টার ফাইনালের বিশ্বের এক নম্বর ব্রাজিলের কাছে ১-৪ গোলে হেরে বিদায় নেয় কোরিয়া। হাফ টাইমে চার গোল খাওয়ার পর ব্রাজিলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ভাল খেলে একটা গোল করে বেন্টোর দল। আগামী বছর কাতারে এশিয়ান কাপের আগে দক্ষিণ কোরিয়াকে কাকে কোচ করে আনে সেটাই দেখার।