বিরাট কোহলি-র টুইটে তার প্রিয় টি টোয়েন্টি ইনিংসের কথা, ধোনিকে নিয়ে মজা করে যা লিখলেন ভারত অধিনায়ক (দেখুন ভিডিও)
সেই ম্যাচে জয়ের পর বিরাট কোহলি এমনই করেন ধোনিকে উদ্দেশ্য করে। (Photo Credits: Twitter / Virat Kohli)

আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ উইনিং ইনিংসের কথা এলেও কোহলির নামটাই হয়তো বেশি ওঠে। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৮টি সেঞ্চুরির মালিক কোহলি তবু তাঁর একটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসকে খুব গুরত্ব দেন। আজ, বৃহস্পতিবার সকাল কোহলি-র এক টুইটে সেই ইনিংসের কথা বলে ধোনির সঙ্গে মজা করলেন জানালেন ভারত অধিনায়ক।

কোহলির সেই টুইটের আগে তাঁর সেই ইনিংসের প্রসঙ্গে আসা যাক। ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এই ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে উঠবে।

এমন একটা মরণবাঁচন ম্য়াচে প্রথমে ব্যাট করে স্টিভ স্মিথের নেতৃত্বে খেলা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে করেছিল ১৬০ রান। হারলে বিদায়, জিতলে সেমিতে-এমন শর্তে রান তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানের মধ্য়ে ভারত তারকা তিন ক্রিকেটারের উইকেট হারিয়েছিল। শিখর ধাওয়ান (১৩), রোহিত শর্মা (১২), সুরেশ রায়না (১০)-আউট হয়ে যান দ্রুত। তবে তিন নম্বরে নেমে বিরাট কোহলি এমন এক ইনিংস খেলেন যা সত্য়িই অবিশ্বাস্য। যুবরাজ সিং (২১)-য়ের আউটের পর ধোনি যখন কোহলির সঙ্গ দিতে নামেন, তখন ভারতের স্কোর ছিল ১৪ ওভারে ৯৪ রানে ৪ উইকেট। সেই স্বীকৃতি জুটি হিসাবে কোহলি-ধোনি খেলছিলেন।

শেষ ৩৬ বলে ভারতের জিততে প্রয়োজন ছিল ৬৭ রান। দারুণ বল করছিলেন শেন ওয়াটসন। টিম ইন্ডিয়ার কাজটা অসম্ভবও মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে কোহলি-ধোনি দারুণ খেলে পাঁচ বল বাকি থাকতে ম্যাচ বের করেন নেন। কোহলি ৫১ বলে ৮১ রানে অপরাজিত থাকেন, ধোনি করেন ১০ বলে অপরাজিত ১৮ রান। দেখুন সেই ম্যাচের ভিডিও-

ছয় উইকেটে জিতে ভারত সেমিফাইনালে ওঠে। সেই ম্যাচে অধিনায়ক ধোনি যেভাবে তাঁকে উইকেটের মাঝে দৌড় করেছিলেন তা নিয়ে ধোনিকে ধন্যবাদ জানিয়ে কোহলি এই টুইটি করলেন--

ধোনি নামার আগে কোহলি বেশিরভাগ শট বাউন্ডারির মাধ্যমে নিচ্ছিলেন। কিন্তু ধোনি আসার পর কোহলিকে সিঙ্গলস, দুই, তিনের জন্য দৌড় শুরু করতে হয়। সেই কথাই মনে করিয়ে ধোনিকে উদ্দেশ্য করে, কোহলি টুইট করলেন, সেই রাতটা আমি কিছুতেই ভুলতে পারব না। ধোনি সেদিন আমায় এমন দৌড় করাচ্ছিল যেন  ফিটনেস টেস্টে  নিচ্ছে।