প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভক্ত সংখ্যা ১০ কোটি ছাড়াল
সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় বিরাট কোহলি। (Photo Credit: Instagram)

স্পোর্টস ডেস্ক:  আর কটা মাস পর বিশ্বকাপ (World Cup 2019)-টা হাতে তুলবেন কি না সেটা জানা নেই, কিন্তু বিশ্বকাপে নামার আগে দেশের সোশ্যাল মিডিয়া (Socail Media)-য় একটা বড় নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ১০ কোটি ফলোয়ারের গণ্ডি ছাপিয়ে গেলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় এখন তিনটি বড় প্ল্যাটফর্ম- ফেসবুক (Facebook), টুইটার (Twitter) আর ইনস্টাগ্রাম (Instagram)- মিলিয়ে কোহলির ভক্ত সংখ্যা ১০ কোটি ছাপিয়ে গেল। কোহলির ভক্তসংখ্যা এখন ফেসবুকে ৩ কোটি ৩৭লক্ষ, ইনস্টাগ্রামে ৩ কোটি ৩৫ লক্ষ আর টুইটারে ২ কোটি ৯০ লক্ষ। এ ছাড়া অন্যান্য কিছু সোশ্যাল মিডিয় সব মিলিয়ে ১০ কোটি ছাপিয়েছে।

 

View this post on Instagram

 

🐶

A post shared by Virat Kohli (@virat.kohli) on

সচিন তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৪০ লক্ষ- ইনস্টাগ্রামে ১ কোটি ৪৭ লক্ষ, ফেসবুকে ২ কোটি ৮২ লক্ষ, টুইটারে ২ কোটি ১০ লক্ষ। সোশ্য়াল মিডিয়ায় দেশের জনপ্রিয়তম ক্রীড়াবিদদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় ধোনির ফলোয়ার ৪ কোটি ১০ লক্ষের মত। মাহির ফেসবুকে ভক্ত ১ কোটি ৩৪ লক্ষ, ইনস্টাগ্রামে ফলোয়ার ২ কোটি ৩০ লক্ষ আর টুইটারে ৭৩ লক্ষ।

বিশ্ব ক্রিকেটে একের পর এক মাইলস্টোন গড়া, বড় সাফল্যের পাশাপাশি কোহলির ব্যক্তিগত জীবন থেকে তাঁর ফ্যাশান স্টেটমেন্ট, অনুপ্রেরণামূলক পোস্ট, সমাজ সচেনতামূলক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে 'রাজা' বানিয়েছে।