IPL 2021: আইপিএল খেলতে দুবাই রওনা দিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স
(Image: CSK, MI)

আগামী সেপ্টেম্বরে আইপিএল-র (IPL 2021) বাকি পর্ব অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। আজ দুবাই রওনা দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) খেলোয়াড়রা। মুম্বাই ইন্ডিয়ান্স টুইটারে একটি ছবি শেয়ার করেছে যেখানে ট্যালেন্ট স্কাউট বিনয় কুমারকে সংযুক্ত আরব আমিরশাহির ফ্লাইটে বসে থাকতে দেখা যাচ্ছে।

আজই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসও (সিএসকে) দুবাই রওনা হয়েছে। সিএসকে ধোনির একটি ছবি শেয়ার করেছে যেখানে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে স্যুটকেস হাতে দেখা যাচ্ছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনি এখন শুধুমাত্র আইপিএল খেলেন। আরও পড়ুন: জ্যাভলিন-র বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বরে উঠে এলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া

এদিকে জানা যাচ্ছে যে গত মরসুমে তারা যে হোটেলে উঠেছিল সেই হোটেলেই উঠবে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স দল। বাকি ৬টি ফ্র্যাঞ্চাইজি নতুন হোটেলে থাকবে। বিসিসিআই দলগুলিকে আয়তনে ছোট হোটেলে থাকার পরামর্শ দিয়েছে। যাতে জৈব-সুরক্ষা বলয়ে কোনও সমস্যা না হয়।