India vs New Zealand 2020 2nd Test Live Streaming: কাল নিউজিল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট, জানুন কোথায় কীভাবে দেখবেন লাইভ টেলিকাস্ট? বিনামূল্যে কোথায় পাবেন অনলাইনে ম্যাচ দেখার সুযোগ?
(Photo Credits: Getty Images)

India vs New Zealand 2020 2nd Test-আগামীকাল ক্রিস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ভারতকে দুরমুশ করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টানা ছয় সিরিজে ব্ল্যাক ক্যাপসরা হারের মুখ দেখেনি। ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী বলেন, প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের হার ভারতের ক্রিকেটারদের জন্য একটি ভালো শিক্ষা। অতীতের ভুল শুধরে ক্রিস্টচর্চে দ্বিতীয় টেস্টে তারা যে জোর টক্কর দেওয়ার চেষ্টা করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এতদিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজেয় ছিল ভারত। তবে কিউয়িল্যান্ডে এসে সেই অপরাজেয় তকমা হারিয়েছে কোহলির ভারত।

ক্রিস্টচার্চে একাধিক জায়গায় পরিবর্তনের সম্ভবনা। একাধিক জায়গায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রবি শাস্ত্রী। ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গী হিসেবে পৃথ্বী শ নাকি শুবমান গিল, অশ্বিন-জাদেজা, ঋদ্ধিমান সাহা-ঋষভ পন্থের মধ্যে প্রথম একাদশে কাকে রাখা হবে, তা শনিবার সকালেই চূড়ান্ত করা হবে। জানিয়েছেন কোচ শাস্ত্রী। এদিকে, চোট পেয়ে দলের একনম্বর পেসার ইশান্ত শর্মা ছিটকে গিয়েছেন। খেলবেন উমেশ যাদব। আরও পড়ুন: Sachin Tendulkar: ১০ মাসেই ব্যাট হাতে মাঠে, ছোট্ট সচিনে মুগ্ধ লিটল মাস্টার ব্লাস্টার

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৯ ফেব্রুয়ারি, শনিবার।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কোথায় হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি ক্রাইস্টচার্চের হেগলে ওভালে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতীয় সময় মাঝরাত ৪টোয় শুরু। টস হবে রাত ৩.৩০-এ।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।