
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত (India vs Australia 1st Test )। দিন-রাতের গোলাপী বলের টেস্ট ম্যাচটি হবে অ্যাডিলেডে। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০১৮/১৯ সালে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল এবং এবারও একই রকম প্রত্যাশা করছে ভারতীয় দল। কোহলি আশা করেন যে প্রথম টেস্টেই জয় পাবে ভারতীয় দল। কারণ এই ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি।
আজই প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ (Playing XI) ঘোষণা করে ভারতীয় ক্রিকেট দল। ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন ও পৃথ্বী শ-কে দলে রাখা হয়েছে। তৃতীয় জোরে বোলার হিসেবে দলে রয়েছেন উমেশ যাদব। উইকেট কিপারের হিসেবে ঋদ্ধিমান সাহা না ঋষভ পন্থ, কাকে খেলানো হবে তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলার ছেলের ওপরেই উইকেট রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট কোথায় খেলা হবে?
ভারত ও অস্ট্রেলিয়া মধ্যে প্রথম টেস্টটি অ্যাডিলেড ওভালে, অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?
ভারত ও অস্ট্রেলিয়া প্রথম টেস্টটি Sony SIX, Sony TEN 1 and Sony TEN 3-তে সরাসরি সম্প্রচারিত হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLiv, Airtel TV ও Jio TV-তে।