প্রায় ৩ মাস ধরে হামাস (Hamas) জঙ্গিদের খোঁজে গাজায় ক্রমাগত হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধের জেরে এখনও পর্যন্ত আইডিএফের (IDF) ২১ সেনার মৃত্যু হয়েছে। এবার এমনই জানাল ইজরায়েল। গাজায় যবে থেকে হামাস জঙ্গিদের খোঁজার কাজ শুরু করেছে ইজরায়েল, তার জেরে এখনও পর্যন্ত ২১ আইডিএফ কর্মীর প্রাণ গিয়েছে বলে দাবি তেল আভিভের। প্রসঙ্গত গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ইজরায়েলে হামলা চালিয়ে প্রায় ১৪০০ মানুষকে হত্যা করে হামাস জঙ্গিরা। হত্যালীলা চালানোর পর ২৪০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায় প্যালেস্তাইনের এই জঙ্গি গোষ্ঠী। ওই ঘটনার পর থেকেই হামাস জঙ্গি নিধনে গাজায় পালটা হানাদারি শুরু করে ইজরায়েল। প্রথমে আকাশ পথে, তারপর গাজায় প্রবেশ করে হামাস জঙ্গিদের ডেরা খুঁজে খতম করতে শুরু করে ইজরায়েলি সেনা।
আরও পড়ুন: Israel-Hamas War: গাজার হাসপাতালে ইজরায়েলের হামলায় নিহত ৫০; নীরিহদের রক্ষা করুন, আর্জি আমেরিকার
দেখুন ট্য়ুইট...
Israeli military says 21 soldiers killed in Gaza, marking deadliest day for Israel since start of its ground offensive https://t.co/lWbj2ynPKN
— BBC Breaking News (@BBCBreaking) January 23, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)