অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩। এটাই ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। এই চন্দ্রযান-৩  ২০১৯সালের  চন্দ্রযান-২ মিশনের ফলোআপ। ২০১৯ সালের সেই মিশনের ল্যান্ডার এবং রোভার চাঁদে সফট-ল্যান্ডিং করতে না পারায় আংশিকভাবে ব্যর্থ হয়েছিল।

আজ সকালে ইসরো বিজ্ঞানীদের একটি দল তিরুপতি ভেঙ্কটাচালাপথি মন্দিরে চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করে প্রার্থনা করতে পৌঁছায়। প্রার্থনার সময় তাঁদের হাতে ছিল চন্দ্রযান-৩ এর একটি ক্ষুদ্র মডেল। অন্ধ্র প্রদেশের তিরুপতি ভেঙ্কটাচালাপথি মন্দিরে প্রার্থনা করার পর ইসরোর চন্দ্রযান-৩ মিশনের প্রধান এস সোমনাথ বলেন- আগামীকাল দুপুর ২.৩৫মিনিটে ভারত তার তৃতীয় চাঁদ মিশন 'চন্দ্রযান-৩' উৎক্ষেপন করতে প্রস্তুত। আমি প্রার্থনা করি যে সবকিছু যাতে ঠিকঠাক হয়। এবং আশা করা হচ্ছে ২৩ অগস্ট এর পর যেকোনো দিন এটি চাঁদে অবতরণ করবে। দেখে নিন কী বললেন তিনি-

AP: Day ahead of launch, ISRO team visits Tirupathi temple with miniature model of Chandrayaan-3

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)