এই অবস্থায় স্থানীয় প্রশাসন সকলকে সাবধান থাকার জন্য সতর্ক করেছে। বন্ধ করা হয়েছে বিপদজ্জনক রাস্তাঘাট। এই অবস্থায় অনেকেই অবশ্য নিয়মের তোয়াক্কা না করে বেরিয়ে পড়ছে। আর তাতেই ঘটছে বিপদ। শনিবার সকালে গুজরাটের ভালসাদ জেলার পারদির এলাকার পালসানা (Palsana) গ্রামে এক যুবক বেরিয়েছিলেন গাড়ি নিয়ে। তবে ওই এলাকা নদীর জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে স্থানীয় একটি সেতু জলের তলায় চলে গিয়েছে। আর সেই সেতু পারাপার করতে গিয়েই ঘটল বিপদ। জলের তোড়ে ভেসে গেল গাড়ি। তবে কিছুটা গিয়ে আটকে যায়। এরপর একটি জেসিবি এসে গাড়িটি উদ্ধার করে। চালকের সেভাবে কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)