Heartwarming Reunion: মেয়ের সঙ্গে দেখা করতে কানাডায় বাবা, দেখুন ভালবাসায় সিক্ত ভিডিয়ো

নয়াদিল্লি : পৃথিবীর সুন্দর সম্পর্কগুলির মধ্যে একটি হলো বাবা মেয়ের সম্পর্ক। বাবা-মেয়ের এই সুন্দর সম্পর্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় কন্য শ্রুতভা দেশাই উচ্চ শিক্ষার জন্য কানাডায় (Canada) রয়েছেন । বিদেশে গিয়ে তিনি এক বছর ৬ মাস দেশে ফেরার সুযোগ পপাননি। তাই তাঁর বাবা সেখানে পৌঁছে গেলেন মেয়ের সঙ্গে দেখা করতে ও সারপ্রাইজ দিতে। শ্রুতভা সে দেশের স্থানীয় একটি দোকানে কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

শ্রুতভা যে দোকানে কাজ করেন বাবা তাঁকে সারপ্রাইজ দিতে একেবারে সেই দোকানেই পৌঁছে যান । তাঁর বাবা যখন দোকানের দরজা দিয়ে হেঁটে ঢুকছিলেন তিনি একেবারে হতবাক হয়ে পড়েন । ভিডিয়োটি দেখা যাচ্ছে তারপর মেয়ে ও বাবা কেউই আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দ অশ্রুতে ভরেউঠেছে ভিডিয়োর দৃশ্যটি। তিনি ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন যে, এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যা তিনি কখনই ভুলতে পারবেন না।

দেখুন ভিডিয়ো