By Jayeeta Basu
২০১৯ সালে ওয়ার্ক-স্টাডি ভিসা নিয়ে আমেরিকায় পাড়ি দেন পেরুর বাসিন্দা ক্যামিলা মুনোজ। তিনি এরপর আমেরিকায় কাজ করছিলেন। মুনোজের ভিসা শেষ হলেও, তার মেয়াদ বাড়িয়ে সেখানে থাকছিলেন। সেই ময় তাঁর সঙ্গে বার্টলের পরিচয় হয় এবং তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
...