⚡ভারতের 'শত্রু' পাকিস্তানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব?
By Jayeeta Basu
যদিও দুই দেশের মধ্যে যাত্রীবাহি ট্রেন নয়। রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে চলবে মালগাড়ি। যার জেরে স্থানীয় বাণিজ্যের উন্নতি হবে। ইরান, তুর্মেনিস্তান, কাজাকস্তান ছুঁয়ে যাবে পাকিস্তান এবং রাশিয়ার মাঝে চলা এই মালগাড়ি।