পাকিস্তানের তথ্য এনং সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার জানান, বালোচ লিবারেশন আর্মি ট্রেন হাইজ্যাকের ঘটনায় দায়ি। বিএলএ-র সদস্যরাই বোলান প্রদেশ থেকে জাফ্ফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে। সেই সঙ্গে অপহরণ করা হয় ৪৫০ জন যাত্রীকে। সেই থেকে শুরু হয় টানাপোড়েন।
...