ইরানে জোরদার হামলা শুরু করেছে ইজরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের ব্রডকাস্টিং অথরিটির অফিস। এমনভাবে হামলা চালানো হয়েছে সেখানে যাতে, কোনও সংবাদ সেখান থেকে আর পরিবেশিত হতে না পারে, তেমনভাবে। ড্রোন হামালা চালিয়ে, বোমা ফেলে ইরানের ব্রডকাস্টিং অথরিটির অফিস ভেঙে চুরমার করে দিয়েছে ইজরায়েল।
...