বিদেশ

⚡আল্পসে হিমবাহে উদ্ধার বিমানের ধ্বংসাবশেষ, মানুষের দেহাংশ

By Sanjoy Patra

জলবায়ু পরিবর্তনের কারণে গরম বেড়েছে। এবার আগের তুলনায় বেশি পরিমাণে গলছে সুইস আল্পসে হিমবাহ (Swiss Alps Glaciers)। আর হিমবাহ গলতেই বেরিয়ে আসছে একের পর এক নানা জিনিসপত্র। সম্প্রতি, একটি বিমানের ধ্বংসাবশেষ (Plane Wreckage) উদ্ধার হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে মানুষের দেহাংশ (Human Remains)। মনে করা হচ্ছে, ৫০ বছরের বেশি আগে এই ছোট বিমানটি হিমবাহে ভেঙে পড়েছিল। পুলিশ জানিয়েছে, ১৯৬৮ সালের ৩০ জুন পাইপার চেরোকি নামের ছোট বিমানটি আল্পসে হিমবাহে ভেঙে পড়েছিল। হিমবাহ থেকে উদ্ধার হওয়া বিমানের ধ্বংসাবশেষ ও মানুষের দেহাংশ সম্পর্কে তথ্য সুইস সিকিউরিটি ইনভেস্টিগেশন সার্ভিসকে জানানো হয়েছে। ক্যান্টনাল পুলিশকেও জানানো হয়েছে।

...

Read Full Story