কবিতা যে বাড়িতে কাজ করেন, সেখান তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে রাখা হয়। তাঁকে খেতে দেওয়া হয় না। এমনকী তাঁর ন্যায্য টাকাও তাঁকে দেওয়া হয় না। ফলে বাড়িতেই বন্দি করে রাখা হয় অন্ধের বাসিন্দা ওই মহিলাকে। অত্যাচারের কথা বার বার এজেন্টকে বলেও কোনও সুরাহা হয়নি।
...