⚡ভোট আবহে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, নতুন সংক্রামিত ২ হাজার ৩৯০ জন
By Shammi Huda
দেশে যখন দৈনিক সংক্রমণ লাখের গণ্ডী ছাড়িয়ে অনেক দূর এগিয়েছে তখন রাজ্যই বা কী করে করোনার ছায়া থেকে বাঁচবে। বুধবার সারাদিনে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২৩৯০ জন (Coronavirus Updates In West Bengal)।