পশ্চিমবঙ্গ

⚡শুভেন্দু অধিকারীর কাজে সন্তুষ্ট নয় রাজ্যের মানুষ

By Sanjoy Patra

২০২১ সালে নির্বাচন হওয়া পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিরোধী নেতারা গত এক বছরে তাদের কর্মক্ষমতা দিয়ে জনগণকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। সংবাদসংস্থা আইএএনএস-র হয়ে সি-ভোটারের করা সমীক্ষাতে এই তথ্যই উঠে এসেছে। অসম (Assam), পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু (Tamil Nadu) এবং কেরালা (Kerala) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry) ২০২১ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে যে বেশিরভাগ জনগণ তাঁর কাজে সন্তুষ্ট। সমীক্ষা অনুসারে, রাজ্যের ৩৬.৩৫ শতাংশ মানুষ বিরোধী নেতা দেবব্রত সাইকিয়ার (Debabrata Saikia) পারফরম্যান্সে সন্তুষ্ট নন এবং ১৯.৭৩ শতাংশ কিছুটা হলেও খুশি। উত্তরদাতাদের মধ্যে মাত্র ১৩.৩৬ শতাংশ বিরোধীদের কাজে খুবই সন্তুষ্ট।

...

Read Full Story