⚡বঙ্গ রঙ্গ মঞ্চের বিশিষ্ট নট নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত
By Indranil Mukherjee
সঙ্গীত নাটক একাডেমি সহ জাতীয় ও রাজ্য স্তরে অসংখ্য পুরস্কার ও সম্মানে ভুষিত হরিমাধব বাবু কলকাতা থেকে দূরের এক প্রত্যন্ত শহরে থেকে বাংলা তথা দেশের নাট্য দর্শকদের যে নাট্য অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য।