ইলন মাস্ক দায়িত্ব (Elon Musk) নেওয়ার আগেই টুইটারের (Twitter) চাকরি ছাড়লেন দুই শীর্ষ আধিকারিক। জেনারেল ম্যানেজার কায়ভন বেকপোর (Kayvon Beykpour) ও প্রোডাক্ট ম্যানেজার ব্রুস ফালক (Bruce Falck) চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন টুইটারের একজন মুখপাত্র। যদিও জানা যাচ্ছে, দুই আধিকারিককে বরখাস্ত করেছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল (Twitter CEO Parag Agrawal)। বেকপোরও একই দাবি করেছেন যে তাঁকে সান ফ্রান্সিসকো-ভিত্তিক প্রযুক্তি সংস্থা থেকে বহিষ্কার করা হয়েছে। পিতৃত্বকালীন ছুটিতে থাকা বেকপোর টুইট বার্তায় বলেছেন, "সত্যিটা হল যে আমি কীভাবে এবং কখন টুইটার ছেড়ে যাওয়ার কল্পনা করেছি তা নয় এবং এটি আমার সিদ্ধান্ত ছিল না। টুইটার প্রধান পরাগ আগরওয়াল আমাকে চলে যেতে বলেছিলেন। পরাগ এটাও জানিয়েছেন যে তিনি টিমকে অন্য দিকে নিয়ে যেতে চান।"
...