⚡ভারতের সব আইআইটি-র মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি
By Indranil Mukherjee
আইআইটি খড়গপুর প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ভি কে তিওয়ারি বলেন, এই সাফল্যে প্রতিষ্ঠানের সকলে অত্যন্ত খুশি। খড়গপুর ছাড়াও ভারতের আই আই টি কানপুর গোটা বিশ্বে ২০২ নং স্থানে রয়েছে, এবং এশিয়ার মধ্যে ২৩ তম স্থানে রয়েছে।