টেকনোলজি

⚡ধেয়ে আসছে সম্ভাব্য বিপজ্জনক দৈত্যাকার গ্রহাণু

By Sanjoy Patra

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি সম্ভাব্য বিপজ্জনক (Potentially Hazardous) দৈত্যাকার গ্রহাণু (Asteroid)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, শুক্রবার পৃথিবীর প্রায় ৪.৩ মিলিয়ন কিলোমিটারের মধ্যে চলে আসতে পারে গ্রহাণুটি। ২০১৫ এফএফ (2015 FF) নামের গ্রহাণুটির আনুমানিক ব্যাস ১৩ থেকে ২৪ মিটারের মধ্যে। এটি প্রায় ৩৩ হাজার ১২ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে পৃথিবীকে অতিক্রম করবে বলে লাইভ সায়েন্স জানিয়েছে।

...

Read Full Story