⚡সাময়িক বিভ্রাটের মুখে ভারতের টেলিকম জায়ান্ট এয়ারটেল
By Indranil Mukherjee
আজ সকালে হাজার হাজার এয়ারটেল ব্যবহারকারীকে কানেক্টিভিটি সমস্যায় পড়তে হয়।গ্রাহকরা এক্স হ্যান্ডেলে তাদের হতাশা প্রকাশ করে অভিযোগ করতে থাকেন. তারা জানান সকাল থেকেই এয়ারটেল ফোর-জি, ব্রডব্যান্ড পরিষেবা ব্যাহত হচ্ছে।