⚡আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা হকি তারকা বন্দনা কাটারিয়া
By Indranil Mukherjee
৩২০টি আন্তর্জাতিক খেলা এবং ১৫৮টি গোল করে, বন্দনা ভারতীয় মহিলা হকির ইতিহাসে সর্বাধিক ক্যাপ খেলা খেলোয়াড় হিসেবে বিদায় নিলেন।২০০৯ সালে সিনিয়র দলে অভিষেক হয়েছিল ৩২ বছর বয়সী বন্দনা-র।